
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনের ১০ জন বিএনপি নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দেশপ্রেম, ইসলামী আদর্শ ও সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে সামনে রেখে তারা দলীয় কার্যক্রমে যুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
যোগদানকারীদের মধ্যে ছিলেন চরফ্যাশন ৫নং ওয়ার্ডের শাহে আলম হাওলাদার, তাইয়্যেব হাওলাদার, জাহাঙ্গীর, মফিজুর রহমান, কামাল হোসেন, তুহিন, রিপন আম্মান, আবু তাহের ও পারভেজ হোসেন।
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাতের পর শুক্রবার সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে যুক্ত হন। অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন যোগদানকারীরা দলের সাংগঠনিক শক্তি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।
চরফ্যাশন বিএনপির সাবেক নেতা খায়রুল ইসলাম সোহেল জানান, এরা বিএনপির নেতা বা কর্মী ছিলেন না। আগে তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু জানান, তিনি এলাকায় না থাকায় এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে পারছেন না।
উল্লেখ্য, সদ্য যোগদানকারীরা বিএনপির ভোলা-৪ আসনের মনোনীত যুবদল নেতার সঙ্গে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একই ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।