চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার
শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিজিবির ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতে ভারত থেকে এসব অস্ত্র আনা হয়েছে।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো সীমান্ত এলাকা থেকে পাচারের প্রস্তুতিতে ছিল।

বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যক্রমের জন্য এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত এক মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান রোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ