সড়কে কার্পেটিংয়ে অনিয়ম কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডে প্রতীকী ‘জানাজা’

হোম পেজ » কুয়াকাটা » সড়কে কার্পেটিংয়ে অনিয়ম কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডে প্রতীকী ‘জানাজা’
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


 

সড়কে কার্পেটিংয়ে অনিয়ম, কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডে প্রতীকী ‘জানাজা’

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে লেম্বুর বন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ সড়ক কার্পেটিংয়ে মানহীন কাজ ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কম বিটুমিন, লবণাক্ত বালু ও অপরিকল্পিত নকশার কারণে সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

বুধবার (২৬ নভেম্বর) শিক্ষার্থীরা স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডে প্রতীকী ‘জানাজা’ কর্মসূচি পালন করেন। সড়কের বিভিন্ন স্থানে কাপনের কাপড় বিছিয়ে তারা প্রতিবাদ জানান। পরে দোয়া-মিলাদের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কের মাটির বদলে বালু ব্যবহার, খোয়ার পরিমাণ কম দেওয়া এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সড়ক টেকসই হচ্ছে না।

কাদের মাঝি বলেন, আগে রাস্তা ভালোই ছিল। এখন আধা ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করছে। এমন মানহীন রাস্তা আমরা চাই না। ঠিকভাবে করতে পারলে করুক, না পারলে কাজ বন্ধ করুক।

পর্যটক মাহমুদ হাসান বলেন, লোকজন হাত দিয়ে কার্পেট তুলে দেখাচ্ছিলেন। কাজের মান খুবই খারাপ। পর্যটন এলাকায় এমন অনিয়ম দুঃখজনক।

ঠিকাদার জসিম মৃধা দাবি করেন, বরাদ্দ কম পাওয়ায় কাজের ব্যাঘাত হচ্ছে। তিনি বলেন, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করছি। তবে ৪০ মিলি কার্পেটিং দরকার ছিল, আমাকে ২৫ মিলি দেওয়া হয়েছে। বালুও দূর থেকে আনতে হচ্ছে।

এলজিইডির পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসাইন আলী মীর জানান, অভিযোগ পাওয়ার পর পরিদর্শন করা হয়েছে। কিছু অনিয়ম পাওয়া গেছে। ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৫:২২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ