দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে উপজেলা পর্যায়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজ মো. এজাজুল হকের সভাপতিত্বে সভায় রেজিস্ট্রেশন সেবায় জটিলতা কমানো, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সমাজসেবা অফিসার মো. অলিউল ইসলাম জন্ম-মৃত্যু নিবন্ধনে তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন ব্যাংকিং সেবা ও রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নিপা বেগম মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেন।

জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রস্তাব করেন। এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির স্থানীয় উদ্যোগগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অধ্যক্ষ মো. জামাল হোসেন, বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন জুয়েল ও আঙারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাবসহ অন্যান্য বক্তারা দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মিডিয়া প্রতিনিধি সাইদুর রহমান খান, আবুল হোসেন ও মো. জসিম উদ্দিন রেজিস্ট্রেশন কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।

সভা শেষে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ গৃহীত হয়।

 

এমআর

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৯ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ