দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত তল্লাশিতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম রোমান মোল্লা (৩৫)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুমকি থানার এসআই আবু তালেব জানান, টোলপ্লাজায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় রোমানের কাছ থেকে গাঁজার বস্তাটি উদ্ধার করা হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আসামিকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

 

এমআর

বাংলাদেশ সময়: ১১:৪৩:২২ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ