গৌরনদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫


গৌরনদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে আসন্ন মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। এতে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাতা জারাব সালেহীন, গৌরনদী প্রেসক্লাব নেতা, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত হয়। অংশগ্রহণকারীরা দিবসটি সফলভাবে আয়োজনে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, বিজয় দিবস জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনের স্মারক। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সব কর্মসূচিতে গুরুত্ব দিতে হবে। তিনি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে দিবসটি উদযাপনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গৌরনদীতে বিজয় দিবস উদযাপন সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৫ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ