ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় জলবায়ু সংলাপ

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় জলবায়ু সংলাপ
মঙ্গলবার ● ১৮ নভেম্বর ২০২৫


ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় জলবায়ু সংলাপ

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে মঙ্গলবার এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিসহ কোডেকের সদস্যরা অংশ নেন।

সংলাপের সঞ্চালনা করেন কোডেক এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস। এতে ইউনিয়নের সুষ্ঠু পানি ব্যবস্থা, রাস্তা-ঘাট, সাকোসহ অন্যান্য সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রুহল আমিন, ইউপি সদস্য মোঃ মজনু হাওলাদার এবং মোঃ মিজান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এলাকায় পরিবেশগত ঝুঁকি বেড়ে গেছে। বিভিন্ন সমস্যার সমাধানে গ্রাম পর্যায়ে সকলের দলমত নির্বিশেষে ভূমিকা থাকা জরুরি। কোনো একটি ব্যক্তির পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয়। সমাজে আমাদের অধিকার ব্যবহার করে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২১:০০:৩০ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ