সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুজন গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা সদরের ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন গৌরনদী উপজেলা সভাপতি ও প্রেসক্লাব আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। এবারের প্রতিপাদ্য ছিল ‘সোচ্চার সুসংগঠিত জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ’।

সভায় বক্তব্য দেন সুজনের উপজেলা সহসভাপতি ও প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হিরা, পৌরসভার প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, সুজনের সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পৌর সহসভাপতি ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, সাবেক পৌর সাধারণ সম্পাদক বেলাল হাসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাফিজা আক্তার, শামীম মীর, অরেফীন রিয়াদ, মোল্লা ফরুক হাসান ও এইচ এম সুমন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৬ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ