কলাপাড়ায় কোস্টাল রিজিয়নের প্রকল্পের অবহিতকরণ সভা

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় কোস্টাল রিজিয়নের প্রকল্পের অবহিতকরণ সভা
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


 

কলাপাড়ায় কোস্টাল রিজিয়নের প্রকল্পের অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় ‘লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দি কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

সভায় আভাসের ডিরেক্টর মো: শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মকছুদুল আলম, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ও অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: মাইনুদ্দী ২০২৫-২৬ সালের কার্যক্রম ও বাজেট উপস্থাপন করেন। প্রকল্পের কো-অর্ডিনেটর মো: শহিদুল ইসলাম শিশির জানান, এবছর প্রকল্পের ৩য় পর্ব আন্তর্জাতিক সংস্থা দি শেয়ার ট্রাস্টের সহযোগিতায় শুরু হয়েছে। কলাপাড়া ছাড়াও তালতলি, কয়রা ও শ্যামনগরের ১৫টি সদস্য সংস্থা এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, প্রকল্পের প্রতিটি কার্যক্রম স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়েছে, যা প্রশংসনীয়। বাস্তবায়িত কর্মকান্ড সরাসরি জনগণের দুর্যোগ সহনশীলতা বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৬ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ