আমতলীতে বোরো ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ

হোম পেজ » বরগুনা » আমতলীতে বোরো ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলা খাদ্য অধিদপ্তর, ক্রয় কমিটি ও গুদাম কর্তৃপক্ষ বোরো ধান ক্রয়ে অনিয়ম করেছেন বলে অভিযোগ প্রান্তিক কৃষকদের। ভুয়া কৃষক তালিকা তৈরি করে ধান ক্রয় ও সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ধান ক্রেতা, বিক্রেতা ও মিলার একই ব্যক্তি- ফাতেমা রাইস মিলের মালিক দেলোয়ার হোসেন। তিনি বাজার থেকে ১১৪০ টাকায় ধান ক্রয় করে খাদ্য গুদামে ১৪৪০ টাকায় বিক্রি করেছেন। এতে মণ প্রতি ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এ বছর ২১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের বরাদ্দ পেয়েছে উপজেলা খাদ্য অধিদপ্তর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রান্তিক কৃষকদের কাছে ধান মণপ্রতি ১৪৪০ টাকায় কিনতে হতো। কিন্তু অভিযোগ আছে, খাদ্য গুদাম কর্তৃপক্ষ আর্দ্রতার অযুহাত দেখিয়ে ধান ক্রয় করেনি। সিন্ডিকেট গড়ে কম দামে বাজার থেকে ধান ক্রয় ও বিক্রি করা হয়েছে। এতে প্রান্তিক কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রিতে উৎসাহ হারিয়েছেন।

তদন্তে জানা গেছে, কাগজে কলমে ৭৩ জন কৃষকের কাছ থেকে ২১৯ মেট্রিক টন ধান ক্রয় দেখানো হলেও বাস্তবে কোনো কৃষক খাদ্য গুদামে ধান দেননি। অধিকাংশ ভুয়া তালিকার কৃষকদের বাড়ীও মিল মালিক দেলোয়ার হোসেনের কড়াইবুনিয়া গ্রামের বাড়ীর এলাকা দেখানো হয়েছে।

কিছু কৃষক জানিয়েছেন, তারা মিল মালিককে ধান ১১৪০ টাকায় বিক্রি করেছেন; খাদ্য গুদামে যাননি। ধান গুদামে বিক্রির সময় আর্দ্রতার অযুহাত দেখিয়ে অনেক কৃষককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ প্রকাশের পরও উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটি কোনো স্পষ্ট জবাব দেননি। ইউএনও ও ধান ক্রয় কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খাঁন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৬ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ