রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়-আলতাফ হোসেন চৌধুরী

হোম পেজ » পটুয়াখালী » রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়-আলতাফ হোসেন চৌধুরী
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়-আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, রাজনীতিতে গ্রুপিং থাকতেই পারে, তবে তা প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত- প্রতিহিংসায় নয়।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এমপি হওয়ার জন্য অনেকেই মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পেয়েছেন একজন। যিনি পেয়েছেন তার উচিত অন্যদের সঙ্গে যোগাযোগ রাখা এবং অন্যদেরও উচিত তাকে কাজে সহায়তা করা।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ইতিবাচক সংবাদ করেন, তাহলে আমাদের প্রচারণা ও নির্বাচনে বিজয়ী হওয়া সহজ হবে।
নির্বাচনে জয়ী হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিজয়ী করবেন কিনা সেটা ভোটাররাই জানেন। তবে নির্বাচনে জয়ী হলে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা ও শিক্ষাব্যবস্থা জোরদারে কাজ করবেন।
পরে তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৬ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ