পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


 

এবিএম মোশাররফ হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ (আসন ১১৩) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে এবিএম মোশাররফ হোসেনের নাম প্রার্থী ঘোষণা করেছে। তিনি দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কলাপাড়া ও রাঙ্গাবালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরে গেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের টাইমলাইন। অনেকে এই মনোনয়নকে সংগঠনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে রয়েছে দেশের কয়েকটি কৌশলগত স্থাপনা- পায়রা সমুদ্রবন্দর, পায়রা ও পটুয়াখালী (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন ও পর্যটন নগরী কুয়াকাটা। এসব কারণে পটুয়াখালী-৪ আসনকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

মনোনয়ন প্রাপ্তির পর এবিএম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দল যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই আমার মূল লক্ষ্য।

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এ আসনে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে।

বাংলাদেশ সময়: ১০:০১:২১ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ