নেছারাবাদে নিষেধাজ্ঞার শেষ দিনে ১৭ জেলের জেল-জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে নিষেধাজ্ঞার শেষ দিনে ১৭ জেলের জেল-জরিমানা
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


নেছারাবাদে নিষেধাজ্ঞার শেষ দিনে ১৭ জেলের জেল-জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

মা-ইলিশ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে পিরোজপুরের নেছারাবাদের সন্ধ্যানদীতে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও জরিমানা করে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ পৃথক আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

চার জেলেকে সাত দিনের সশ্রম কারাদণ্ড, একজনকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং বাকি বারজন জেলেকে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সজল মিস্ত্রী, স্বপন বাড়ই, জাহিদুল, আল আমিন ও খোকন। জরিমানাপ্রাপ্তরা হলেন মোরছালিন, রব্বানী, সৈকত, জুনায়েত, শিশির, মোহসিন, ইসরাফিল, ওয়াহিদুল, সুমন, হালিম, ইমরান ও হাফিজুল।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান, নৌ পুলিশের সহায়তায় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। এ সময় ১৭ জেলেকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযানে প্রায় ৪০ হাজার মিটার সুতার জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৪ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ