মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

হোম পেজ » খুলনা » মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫


মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের মোংলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের মোহসিনিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।

এসময়ে তিনি বলেন, মোংলা পৌরসভাকে যেমন ভাবে সাজিয়েছি আমি সংসদ সদস্য হলে বাগেরহাট -২ আসনকে পুরো সাজাতে পারব।

পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বাবলু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার প্রমুখ।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:৪৫ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ