গৌরনদীতে ময়লার ভাগার সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ময়লার ভাগার সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


গৌরনদীতে ময়লার ভাগার সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা।

রবিবার(১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের পাশে ময়লার ভাগার সরানোর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে ভাগার অন্যত্র সরানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৩ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ