চিকিৎসা শেষে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জুলাই যোদ্ধা হাসান

হোম পেজ » বরিশাল » চিকিৎসা শেষে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জুলাই যোদ্ধা হাসান
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫


 

চিকিৎসা শেষে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জুলাই যোদ্ধা হাসান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কৃতি সন্তান, জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাঠপর্যায়ের সৈনিক ও ছাত্রদল নেতা হাসান দীর্ঘ তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

গত ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরদিন ১৭ অক্টোবর সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বর্তমানে নিজ গ্রামের বাড়ি শরিকলে অবস্থান করছেন হাসান। সেখানে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি একজন নির্ভীক মাঠকর্মী, তার মতো নেতা আমাদের দলের সম্পদ।

তিনি আরও জানান, হাসান ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।

সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৫ ● ১৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ