চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে ৫লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা কর্মসূচি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫ লাখ শিশু-কিশোরকে লক্ষমাত্রা নির্ধারণ করে শুরু হয়েছে টাইফয়েড টিকা দেয়ার কর্মসূচি। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে এর আগেই বিভিন্ন কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়।
টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মশিউর রহমানসহ অন্যরা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার ৫ লাখ শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেয়া হবে। এরইমধ্যে প্রায় ৪৩ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে।


এই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৭:২৩ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ