দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


দশমিনায় সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে মো. বায়েজিত মুনতাহা হাওলাদার (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের হাজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিত ওই গ্রামের মো. শফিক হাওলাদারের একমাত্র ছেলে এবং ২২নং মধ্যগুলি আউলিয়াপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নামাজ শেষে খাবার খেয়ে খেলতে বের হয় বায়েজিত। বিকেলে একই গ্রামের শফিক হাজির স্ত্রী নিলুফা বেগম তাকে সুপারি পারার জন্য ডেকে নেন। একপর্যায়ে গাছে উঠে সুপারি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিতের চাচাতো ভাই শিবলু হাওলাদার বলেন, ওর মা দুই বছর আগে মারা গেছেন। শুনেছি টাকার লোভ দেখিয়ে ওকে গাছে উঠানো হয়েছিল। অবুঝ শিশুকে এমন ঝুঁকিতে ফেলা ঠিক হয়নি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫২ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ