
সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)॥
সুনামগঞ্জের ছাতকে সাবেক ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগবাড়ী এলাকার ১২ জন প্রভাবশালী ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশি গড়িমসির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে ছাতক পশ্চিম বাজার থেকে বাড়ি ফেরার পথে বাগবাড়ী কানাখালি রোডে ইলেকট্রিশিয়ান হাসান আহমদকে (২৫) পূর্বপরিকল্পিতভাবে আটক করে সশস্ত্র দুর্বৃত্তরা। তাঁকে মারধর করে অপহরণ করে সাত্তার টাওয়ারে নিয়ে গিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে জুবায়েরকে মাদক ব্যবসায়ী বলে ভিডিও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়।
হাসানের সঙ্গে জুবায়েরের আত্মীয়তার কারণে এবং পূর্ব রাজনৈতিক বিরোধ থেকে পরিকল্পিতভাবে এই সাজানো ভিডিও বানিয়ে জুবায়েরকে সামাজিকভাবে হেয় ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে জুবায়ের ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে হাসান আহমদ মুক্তি পান।
ভুক্তভোগীদের অভিযোগ, ছাতক থানার ওসি শুধু মামলা নিতে গড়িমসি করেননি, বরং এজাহারে গুরুত্বপূর্ণ ধারাও বাদ দিয়েছেন। অভিযুক্তরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি সফিকুল ইসলাম খান বলেন, অভিযোগটি তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএমএল/এমআর