আমতলীতে ওলামালীগ নেতার বিরুদ্ধে দুর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

হোম পেজ » বরগুনা » আমতলীতে ওলামালীগ নেতার বিরুদ্ধে দুর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে দুর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, ভুয়া নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগে জানা গেছে, ১৯৯২ সালে চাকরিতে যোগদানের পর থেকেই আলাউদ্দিন সিকদার মাদ্রাসার উপবৃত্তির টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও ভুয়া এতিমখানা চালানোর মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ওলামালীগ সভাপতির পদে থেকে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি ঘুষের বিনিময়ে একাধিক ভুয়া নিয়োগ দেন।

ভুক্তভোগী আব্দুল হক বলেন, ভোকেশনাল শাখা না খুলেই আমাকে ৫ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগ দিয়েছেন। আরেক ভুক্তভোগী হাফিজুর রহমান অভিযোগ করেন, চাকরির কথা বলে সাড়ে ৬ লাখ টাকা নিলেও চাকরি দেননি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবিএম রফিকুল্লাহ বলেন, সুপার আলাউদ্দিন মাদ্রাসাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা জরুরি।

অভিযোগ অস্বীকার করে মাওলানা আলাউদ্দিন সিকদার বলেন, আমাকে হয়রানি করার জন্যই এসব অভিযোগ আনা হয়েছে।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার উভয়েই জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৩:১৪ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ