গৌরনদীতে ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫


গৌরনদীতে ব্যাংক খাতে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় টরকি বন্দর ভিক্টরি মাধ্যমিক বিদ্যালয় সড়কে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উপজেলা সভাপতি আবদুল ওয়াহিদ মাসুম ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মো. নাসরুল্লাহ। উপস্থিত ছিলেন মো. রাসেল সিকদার, হাফেজ মো. মোখলেছুর রহমান, মো. জামাল সিকদার, মো. মজিবুর রহমান, মো. খলিল সিকদারসহ অনেকে।

বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে এস আলম গ্রুপ অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। এসব নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বন্ধেরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১০ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ