বাবুগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণ

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণ
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী লিফলেট বিতরণ করেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।

রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে লিফলেট বিতরণ করেন যুবদল নেতাকর্মীরা। আগরপুর বাজার, সরিকল বন্দর, দিলেরচর বাজার, শিলন্দিয়া বাজার ও চরজাহাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে তারা ধানের শীষে ভোট চান।

লিফলেটে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও প্রার্থীর প্রতিশ্রুতি তুলে ধরা হয়। যুবদল নেতারা বলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন দীর্ঘদিন বাবুগঞ্জ-মুলাদীর মানুষের জন্য কাজ করছেন। তিনি নির্বাচিত হলে মন্ত্রী হয়ে এলাকার উন্নয়ন ঘটাবেন এবং সৎভাবে দায়িত্ব পালন করবেন।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানা চক্রান্ত চলছে। তবুও আমরা ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে যাচ্ছি, ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষে ভোট চাইছি।

লিফলেট বিতরণে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, সদস্য সচিব (স্থগিত) এবাদুল হকসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:১১ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ