গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দের আয়োজনে র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাছলিমা বেগম উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির বক্তব্য রাখেন। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিউল ইসলাম অনুষ্ঠানে ছিলেন। গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেন।

আয়োজনকারীরা শিক্ষকের মর্যাদা বাড়াতে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪০ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ