বাবুগঞ্জে ইলিশ শিকারে মৌসুমি জেলেদের তৎপরতা, চ্যালেঞ্জে প্রশাসন

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে ইলিশ শিকারে মৌসুমি জেলেদের তৎপরতা, চ্যালেঞ্জে প্রশাসন
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে ইলিশ শিকারে মৌসুমি জেলেদের তৎপরতা, চ্যালেঞ্জে প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

আজ মধ্যরাত অর্থাৎ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা ঘিরে ইলিশ শিকারে মৌসুমি জেলেদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে, যা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার এই সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করে সবধরনের আহরণ, ক্রয়, বিক্রয় ও পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত বাবুগঞ্জ উপজেলার নদীপাড়ে জেলেদের মধ্যে ব্যাপক সরবতা দেখা গেছে। জাল ও নৌকা মেরামতসহ মাছ ধরার সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেক মৌসুমি জেলে নিষিদ্ধ সময়ের জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ফিরে এসেছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের মদদে এক শ্রেণির অসাধু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল ও দ্রুতগামী নৌকা সংগ্রহ করছে। কেউ কেউ নৌকায় ডাবল ইঞ্জিন বসাচ্ছে। প্রশাসনের অভিযান এড়াতে তারা সোর্সের মাধ্যমে আগাম তথ্য সংগ্রহেরও চেষ্টা করছে।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযান সফল করতে ৪টি ইঞ্জিনচালিত ট্রলার ও ২টি স্পিডবোট মোতায়েন করা হবে। দিন-রাত রোটেশন পদ্ধতিতে অভিযান চলবে এবং মাঝে মাঝে কোস্টগার্ড ঝটিকা অভিযান পরিচালনা করবে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। নদীতে ও বাজারে মাইকিং করা হয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত জেলেরা কম হলেও মৌসুমি জেলেদের দাপটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৯:২২:৫১ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ