চাঁপাইনবাবগঞ্জে দূর পাল্লার বাস চলাচল শুরু, জনমনে স্বস্তি

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে দূর পাল্লার বাস চলাচল শুরু, জনমনে স্বস্তি
বুধবার ● ১ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে দূর পাল্লার বাস চলাচল শুরু, জনমনে স্বস্তি

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চারদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূর পাল্লার বাস চলাচল। মঙ্গলবার বিকাল থেকে বাস চলাচল শুরু হয়। দীর্ঘ বন্ধের পর বাস চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিকপক্ষ বাস বন্ধ করে দিলে পরিবহন অচল হয়ে পড়ে। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন–ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠকে বসে মালিক ও শ্রমিকরা। আলোচনা ফলপ্রসু হওয়ার পর বাস চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নেতারা জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী চালকেরা ট্রিপপ্রতি ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। তবে তিন দিন পর থেকে সুপারভাইজার অতিরিক্ত ৫০ টাকা ও হেলপার অতিরিক্ত ১০০ টাকা করে পাবেন।


এই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৮ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ