চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকর্মীর পরিবার অবরুদ্ধ, নিরাপত্তার দাবি

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকর্মীর পরিবার অবরুদ্ধ, নিরাপত্তার দাবি
বুধবার ● ১ অক্টোবর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যকর্মীর পরিবার অবরুদ্ধ, নিরাপত্তার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ সুমাইয়া আক্তার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, তার পরিবার হত্যার হুমকি ও হামলার শিকার এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাতেন খাঁ মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী আশিকুল হাবীব পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ননদ হিরা খাতুন পরিবার কল্যাণ সহকারী হিসেবে একই কেন্দ্রে কর্মরত। গত ১৩ জুন স্থানীয় প্রভাবশালী মহল তাদের বাড়ির মূলগেট বেআইনিভাবে তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় মামলা করলে মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেয়া হয়।

তিনি অভিযোগ করেন, ২৩ সেপ্টেম্বর ইউপি সদস্য রেজাউল করিমের নেতৃত্বে একদল লোক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে বাড়ির মূলগেট অবরুদ্ধ থাকায় পরিবার চলাফেরায়ও বাধার সম্মুখীন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি জানান। এসময় পরিবার পরিকল্পনা পরিদর্শক আশিকুল হাবীবও বক্তব্য রাখেন।

এ বিষয়ে ইউপি সদস্য রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মসজিদের জমিতে বেড়া দিতে গেলে আশিকুল হাবীব স্থানীয়দের হুমকি দেন।


এই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫২:২৯ ● ১৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ