আগৈলঝাড়ায় যুবদলের কর্মীসভায় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় যুবদলের কর্মীসভায় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় যুবদলের কর্মীসভায় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মীসভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।

এ ছাড়া বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহ মোহাম্মাদ বখতিয়ার, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আকন, মো. আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খান মনু, সামচুল হক খোকন এবং সদস্য আলী হোসেন ভূইয়া স্বপনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৬ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ