
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, চেম্পারিং ও ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে দুদক টিম। জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে এসব অফিসে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রায় ৫০ জন নকলনবীশ অফিসের বাইরে বসে সেবা দেওয়ার কথা থাকলেও তারা সরাসরি অফিসের ভেতরে কর্মকর্তাদের মতো বসে কাজ করছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এছাড়াও অভিযানের সময় দুইজন নকলনবীশের কাছ থেকে মোট ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়।
জব্দকৃত টাকার মধ্যে সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী ও নকলনবীশ মরজিনা খানমের কাছ থেকে ৫০ হাজার টাকা এবং নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী ও নকলনবীশ শিল্পী রানীর কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অফিসে নকলনবীশদের কর্মকর্তাদের মতো বসে কাজ করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। অভিযানে এ ধরনের একাধিক অনিয়ম ধরা পড়েছে এবং দুইজনের কাছ থেকে মোট ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএইচএম/এমআর