নেছারাবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলাম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর নেছারাবাদে জামায়াত ইসলামের ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামাত ইসলামের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠি পৌরসভা চত্তর থেকে শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জগন্নাথকাঠি বন্দরে দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমির আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, পৌর জামাতের আমির মাওলানা জহিরুল ইসলামসহ জামাত ইসলামের সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবিসমূহ তুলে ধরেন।  জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বায়ম আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে শিমার পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সফল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪১:০৯ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ