আগৈলঝাড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি বাজারে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে এ প্রতিবাদে অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি ও বাজার কমিটির নেতৃবৃন্দ। কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

গত ১৩ সেপ্টেম্বর রাতে স্থানীয়রা শাহাদাত হোসেন পিযুষ ও তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এর জেরে ১৮ সেপ্টেম্বর পিযুষের স্ত্রী রাবেয়া বেগম স্থানীয় ১০ জনকে আসামি করে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

 

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫৯:০৪ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ