পিআর’এ নির্বাচনসহ ৫ দফা দাবিতে দশমিনায় মিছিল গণসমাবেশ

হোম পেজ » পটুয়াখালী » পিআর’এ নির্বাচনসহ ৫ দফা দাবিতে দশমিনায় মিছিল গণসমাবেশ
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


পিআর‘এ নির্বাচনসহ ৫ দফা দাবিতে দশমিনায় মিছিল গণসমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচার-সহ ৫ দফা দাবীতে গণ সমাবেশ ও মিছিল করেছেন ইসলামী আন্দোলন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় দশমিনা নলখোলা বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম খলিলের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন রুহানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন নোমান।
প্রধান বক্তা ছিলেন-পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন-ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ জামাল, ইসলামি আন্দোলন দশমিনা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুজিবুর রহমান আজবাহার প্যাদা, সহ-সভাপতি মাওলানা কারী আব্দুর রহিম, শ্রমিক নেতা জাকির খান, যুবনেতা মো. বাছির হোসেন বাচ্চু, ছাত্র নেতা আব্দুল্লাহ ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।
পরে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুর স্থলে এসে শেষ হয়।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১২:১৬:৩৮ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ