ডাক সেবায় যুগোপযোগী দক্ষতা জরুরি: সচিব

হোম পেজ » রাজশাহী » ডাক সেবায় যুগোপযোগী দক্ষতা জরুরি: সচিব
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন জরুরি-সচিব

সাগরকন্যা প্রতিবেদন, রাজশাহী

জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

বৃহস্পতিবার রাজশাহী পোস্টাল একাডেমীতে নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারদের ইনডাকশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আব্দুন নাসের খান নবনিযুক্ত পোস্টমাস্টারদের ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাগত সততা ও দায়িত্ববোধ বজায় রেখে আধুনিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্টাল একাডেমীর অধ্যক্ষ কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:২৫ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ