কুয়াকাটা পৌরসভার দুই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা পৌরসভার দুই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটা পৌরসভার দুই কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার উচ্চমান সহকারী জয়দেব গোয়ালী ও কর আদায়কারী নাজমুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহীতার সঙ্গে অসদাচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। জন্ম নিবন্ধনের কাজে আসা এক গ্রাহককে গালাগাল, অপমান ও মারধরের হুমকি দেওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, আল-আমিন হাওলাদার নামের ওই ভুক্তভোগীর পরিশোধিত ট্যাক্স পৌরসভার খাতায় অন্তর্ভুক্ত না থাকায় তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে অফিস থেকে বের হয়ে যেতে বলেন।

ভুক্তভোগীর দাবি, তিনি যথাযথভাবে ট্যাক্স পরিশোধ করেছেন; কিন্তু উল্টো তাকে অপমান ও হুমকি দেওয়া হয়েছে। অপরদিকে অভিযুক্ত জয়দেব গোয়ালী অভিযোগ অস্বীকার করে বলেন, আল-আমিন তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ায় তাকে অফিস থেকে বের হতে বলা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জয়দেব গোয়ালী পৌরসভায় প্রভাব বিস্তার ও অনিয়ম করে আসছেন। এতে সাধারণ মানুষ পৌরসভায় যেতে ভয় পান ও হয়রানির শিকার হন।

এ ঘটনায় পৌর প্রশাসক ইয়াসিন সাদেকের মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। সচেতন মহল মনে করছে, সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের আচরণ প্রশাসনিক জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।


বিকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪৩ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ