সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

হোম পেজ » খুলনা » সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবন ভ্রমণে এসে কারমেল নইলিন (৫৭) নামের এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পূর্ব সুন্দরবনের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তিনি মারা যান। নিহত কারমেল নইলিন আয়ারল্যান্ডের নাগরিক। স্বামীসহ অন্যান্য বিদেশি পর্যটকদের সঙ্গে তিনি সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।

খবর পেয়ে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ধানসাগর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। বন বিভাগের ধারণা, হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বন বিভাগ জানায়, শুক্রবার বিকেলে এমভি আলাস্কা নামের একটি পর্যটন জাহাজে করে মোংলা থেকে তারা করমজল ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে কচিখালীতে রাত্রিযাপন করেন পর্যটকরা। শনিবার সকালে ওই নারী পর্যটক জাহাজেই মারা যান।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৯ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ