কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

শনিবার দুপুরে সৈকতের গঙ্গামতি ফরেস্টার ঢালা এলাকায় ডলফিনটি প্রথম দেখেন কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাস। পরে তিনি বিষয়টি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যদের জানান। এরপর উপরা, বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা যৌথভাবে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে।

উপরা আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, খবর পেয়ে বন বিভাগকে জানানো হয়। তারা এসে দ্রুত মাটি চাপা দেয়। ধারণা করা হচ্ছে, ডলফিনটি সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের নদীমোহনায় পাওয়া যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছর এখন পর্যন্ত ১০টি ডলফিনের মৃতদেহ সৈকতে ভেসে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্ষা মৌসুমে ডলফিনের মৃতদেহ ভেসে আসা একটি নিয়মিত ঘটনা। উন্নত দেশগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় অনেক এগিয়ে। অথচ আমাদের দেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সমস্যা বাড়ছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদস্যরা ডলফিনটিকে মাটি চাপা দেন, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:১৬ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ