পটুয়াখালী জেলা প্রেসক্লাব নির্বাচনে ভোট ২০ সেপ্টেম্বর

হোম পেজ » গণমাধ্যম » পটুয়াখালী জেলা প্রেসক্লাব নির্বাচনে ভোট ২০ সেপ্টেম্বর
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালী জেলা প্রেসক্লাব নির্বাচনে ভোট ২০ সেপ্টেম্বর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

আগামী ২০ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন। দুই বছর মেয়াদের এই নির্বাচনে মোট ১২টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে সভাপতি, দপ্তর সম্পাদক এবং পাঁচটি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সানু জানিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক হয়েছেন পারভেজ মাহমুদ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইনামুর রহমান, মোসাঃ রুনু, মো. আনোয়ার হোসেন, মো. হাসান ও মো. রাসেল হাওলাদার।

বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হবে। সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী- মো. রফিকুল ইসলাম (গোলাপ ফুল) ও মো. রাসিদ উদ্দিন (সূর্যমুখী ফুল)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন- এম. নাজিম উদ্দিন (হাতি), এ.জেড.এম উজ্জল (ঘোড়া) ও রিয়াজুর রহমান (হরিণ)।

সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন- মো. কামরুজ্জামান রিপন (হাঁস) ও মো. মামুন হোসাইন (মোরগ)।

সাংগঠনিক সম্পাদক পদে তিনজন- মো. নেছার উদ্দিন (হেরিকেন), কে. এম. মাসুদ মিয়া (বাজপাখি) ও মো. মজিবর হাওলাদার মাসুদ (ফুটবল)।

অর্থ সম্পাদক পদে দুইজন- মো. আবদুর রহিম (মোটরসাইকেল) ও মো. মাহবুবুর রহমান (রিকশা)।

উল্লেখ্য, ২০১৮ সালে মো. মশিউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী জেলা প্রেসক্লাব। বর্তমানে ক্লাবটির অস্থায়ী কার্যালয় রয়েছে পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে। নির্বাচন ওই কার্যালয়েই অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে ৫০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সানুর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন মো. জামাল আকন ও সঞ্জিব দাস। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:১৭:২৫ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ