নেছারাবাদে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে পুল ও রাস্তা সংস্কার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে পুল ও রাস্তা সংস্কার
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


নেছারাবাদে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে পুল ও রাস্তা সংস্কার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দীর্ঘদিন অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পুল ও রাস্তা সংস্কার করা হচ্ছে। সরকারি উদ্যোগের অভাবে এসব পুল ও রাস্তা দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, ঘটেছে একাধিক দুর্ঘটনা। এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রতি শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি পরিবারের তরুণেরা বিনা পারিশ্রমিকে কাজ করছেন। ইতোমধ্যে ছয়টি পুল সংস্কার সম্পন্ন হয়েছে। প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক- মো. সাইফুল ইসলাম, শরীফ মাসুদ পারভেজ, মহিউদ্দিন, ছালেক মিয়া, রুহুল আমিন, জাহাঙ্গীর, হাসান, সবুজ, পিয়াস, বুলেট, আলাউদ্দিন, সুলতান মিয়া ও ওসমান গনি প্রমুখ কাজে অংশ নিচ্ছেন।

স্থানীয়দের মতে, যুব সমাজের এমন উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, সামাজিক সম্প্রীতিরও দৃষ্টান্ত। তারা আশা করছেন, সরকার ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে পুরো ইউনিয়নের অবকাঠামোয় দ্রুত পরিবর্তন আসবে।

উদ্যোক্তা সাইফুল ইসলাম বলেন, আমি বরিশালে চাকরি করি। তবে শুক্রবার হলেই ছুটে আসি গ্রামের জন্য কিছু করতে। এখন আমরা প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বাস করি, গ্রাম আমাদের- তাই উন্নয়নও আমাদের হাতেই করতে হবে।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আল বেরুনী সৈকত বলেন, এই ইউনিয়ন দীর্ঘদিন অবহেলিত। তাই আমরা একত্রিত হয়ে অন্তত চলাচলযোগ্য করতে কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, স্বেচ্ছাশ্রমে পুল ও রাস্তা সংস্কারের জন্য তারা লিখিত আবেদন করেছেন। অনুমতি নিয়েই এ কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৭ ● ২৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ