বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাও দুইদিন চলবে

হোম পেজ » খুলনা » বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাও দুইদিন চলবে
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাও দুইদিন চলবে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও উপজেলার সব কেন্দ্রে ওই দুইদিন নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উৎসবে কেনাকাটা ও আনন্দে বিঘ্ন না ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

ঘটনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এম এ সালাম বলেন, জনগণের স্বার্থে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের ন্যায্য দাবির পক্ষে আগামী দুইদিন নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট অনুযায়ী আসনগুলি হলো: বাগেরহাট-১: সদর-চিতলমারী-মোল্লাহাট, বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা, বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা।

এর আগে আসনগুলি ছিল: বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট, বাগেরহাট-২: সদর-কচুয়া, বাগেরহাট-৩: রামপাল-মোংলা ও বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা।

বাংলাদেশ সময়: ১৮:০১:১৯ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ