গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভা
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ  অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এসময়  বক্তব্য প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম, কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, মোঃ শহিদুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তারা। বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে একযোগে এগিয়ে আসতে হবে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রসহ সর্বত্র ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচার এবং নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-প্রেসার  মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নারী নির্যাতন প্রতিরোধে ধারাবাহিকভাবে সপ্তাহব্যাপী আরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৯:১৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ