পিরোজপুর-২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নৌ-বহরে গণসংযোগ

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর-২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নৌ-বহরে গণসংযোগ
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


 

পিরোজপুর-২ আসনে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নৌ-বহরে গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেছারাবাদে ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শতাধিক ট্রলারে নেতাকর্মীদের নিয়ে নেছারাবাদের বিভিন্ন নদীপথে নৌ-শোভাযাত্রা বের করেন তিনি।

নৌ-শোভাযাত্রাটি উপজেলার জগন্নাথকাঠী বন্দর থেকে শুরু হয়ে বলদিয়া, কাটাখালী হয়ে সোহাগদল আলকিরহাট ঘুরে মিয়ারহাট বন্দরে এসে শেষ হয়। নৌযাত্রায় শত শত স্থানীয় নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। নদীপথজুড়ে স্লোগান, ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে এলাকা। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। শতাধিক ট্রলারে হাজারো নেতা-কর্মীর নেতৃত্ব দেন শামীম সাঈদী। নদী ও খালের দুইপাড়ে উৎসুক জনতাকে হাত নাড়িয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় শামীম সাঈদী বলেন, আমরা নবী করিম (সা.)-এর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তিনি যেভাবে জীবনাদর্শকে মানুষের সামনে তুলে ধরেছেন, আমাদের জীবন যেন সেই পথেই প্রবাহিত হয়। আমরা যে ভুলত্রুটি করি তা সংশোধনের পথ আল্লাহর প্রেরিত রাসুল আমাদের দেখিয়েছেন। সেই পথেই আমরা চলছি। মানুষের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়ার অনেক পথ আছে, তার মধ্যে আমরা একটি পথ বেছে নিয়েছি, যাতে সবাই তা দেখতে পারে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির একটি পায়তারা ছিল। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের হিন্দু ভাইদের ঘরবাড়ি ও মন্দির পাহারা দিয়েছে, মা-বোনদের সম্ভ্রম রক্ষা করেছে। আল্লামা সাঈদী পিরোজপুরে ১০ বছর এমপি ছিলেন। সেই সময়ে হিন্দু ভাইয়েরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে করার সুযোগ পেয়েছেন। গত ১৭ বছরে তারা সঠিকভাবে অনেক কিছু করতে পারেননি। তারা মনে করেন, আল্লামা সাঈদীর সময়ে তারা ভালো ছিলেন এবং সেই অবস্থায় ফিরতে চান। তাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ হিন্দু ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আগামীতে তারা বহর নিয়ে আসবেন, ঘরে ঘরে গিয়ে দাড়ি-পাল্লার পক্ষে ভোট চাইবেন।

নৌ-বহরে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আ. রাজ্জাক, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. গোলাম আজম আছলাম, মো. শাহ জাকির হোসাইন, মো. সাইদুর রহমান, মজলিশে শুরা সদস্য মো. মাছুম বিল্লাহ, মাওলানা আবুল হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ