মিরসরাইয়ে কাভার্ডভ্যানে ধাক্কায় একই পরিবারের নিহত ২

হোম পেজ » চট্টগ্রাম » মিরসরাইয়ে কাভার্ডভ্যানে ধাক্কায় একই পরিবারের নিহত ২
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


মিরসরাইয়ে কাভার্ডভ্যানে ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার

সাগরকন্যা প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় শুক্রবার সকালে একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে একই পরিবারের দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন গোলাম সরোয়ার (৪২) ও তার শিশু কন্যা মুসকান (৩)। আহতরা হলেন গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), শ্যালক মো. সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। সবাই ঢাকার উত্তরা-১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

নিহত গোলাম সরোয়ারের শ্যালক নাজমুল হোসেন জানান, তারা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ছিলেন। পথেই এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো পরিবার স্থবির হয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, প্রাইভেটকার চালকের ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১:০০:২৯ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ