বাগেরহাটের চার আসন বহালের দাবিতে হরতাল: আসছে নতুন কর্মসূচি

হোম পেজ » খুলনা » বাগেরহাটের চার আসন বহালের দাবিতে হরতাল: আসছে নতুন কর্মসূচি
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটের চার আসন বহালের দাবিতে হরতাল: আসছে নতুন কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে চলমান ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো জেলার বিভিন্ন সড়কে অবরোধ চলছে।

হরতাল সমর্থনকারীরা সকাল থেকে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। সরকারি কয়েকটি অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কমিটির নেতাদের দাবি, জেলার অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। এতে বাগেরহাট জেলা কার্যত দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তঃজেলা যোগাযোগও অচল হয়ে গেছে।

সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জেলা সদর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুই পাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

হরতাল সমর্থনে জেলার দোকানপাটও বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

বুধবার সকাল থেকে শুরু হওয়া হরতালে রাতেও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ করা হয়। এর ফলে রাতভর কোনো যানবাহন চলাচল করতে পারেনি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো অভিযোগও পাওয়া যায়নি। তবে পুলিশ টহল অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে হরতাল পালন করছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩০ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ