চরফ্যাসনে সাগর মোহনা থেকে জলদস্যু আটক

হোম পেজ » ভোলা » চরফ্যাসনে সাগর মোহনা থেকে জলদস্যু আটক
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


 

চরফ্যাসনে সাগর মোহনা থেকে জলদস্যু আটক

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসনের সাগর মোহনা থেকে জলদস্যু চক্রের সদস্য রুবেল (৩৩)কে বুধবার আটক করেছে পুলিশ। আটককালে তার ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে। তিনি কক্সবাজারের বাঁশখালী এলাকার বাসিন্দা।

জেলেরা জানান, সোমবার রুবেলসহ জলদস্যুরা হাজারীগঞ্জের মাইন উদ্দিন ঘাট থেকে ইউসুব মাঝির ট্রলার ছিনিয়ে নেয়। এরপর ওই ট্রলার ব্যবহার করে সমুদ্রে বিভিন্ন ট্রলারে ডাকাতি করছিল তারা।

সাগরে থাকা অন্য জেলেরা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে জলদস্যুরা পালিয়ে যায়। তবে রুবেল পালাতে ব্যর্থ হন। জেলেরা তাকে ছিনতাই হওয়া ট্রলারসহ আটক করে মাইন উদ্দিন ঘাটে নিয়ে আসে। পরে শশীভূষণ থানার পুলিশ ও নৌবাহিনী তাকে থানায় সোপর্দ করে।

মাইন উদ্দিন ঘাটের ট্রলার মালিক ইউসুব জানান, জলদস্যুরা তার ট্রলারে থাকা জেলেদের নদীতে ফেলে দিয়ে ট্রলারটি ছিনিয়ে নিয়েছিল।

শশীভূষণ থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, রুবেলকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:১৮:২৯ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ