মির্জাগঞ্জে বাড়ি ফেরা হলো না আল আমিনের

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে বাড়ি ফেরা হলো না আল আমিনের
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫


নিহত মো. আল আমিন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানীপুর এলাকায় হালিম ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার রানীপুর গ্রামের আবদুল হালিমের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন (২২) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, অনুষ্ঠান শেষে আল আমিন রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রাত ১০টার দিকে আল আমিন মারা যান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:৫৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ