অস্ত্র, গুলি ও মাদক জব্দ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ৬

হোম পেজ » খুলনা » অস্ত্র, গুলি ও মাদক জব্দ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ৬
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫


 

অস্ত্র, গুলি ও মাদক জব্দ: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ৬

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে পৃথক অভিযানে বনদস্যু, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে এসব অভিযান চালানো হয়।

রাত ১টার দিকে সুন্দরবনের পশুর নদীসংলগ্ন ছোট পদ্মা খালে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়। আটকরা হলো- মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট এলাকায়। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি এবং ডাকাতদের অস্ত্র ও রসদ সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এরপর রাত ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে সরকারি মহসিন কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫৮০ টাকা এবং প্রায় ২৫ হাজার টাকা মূল্যের মাদকসহ একজনকে আটক করা হয়।

পরে ভোর ৫টায় খুলনার লবণচরা এলাকায় যৌথবাহিনী (কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ) অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবন ও উপকূলীয় এলাকা দস্যু ও মাদকমুক্ত রাখতে অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:২৯ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ