
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে পূর্ব সুবিদখালী নিউরক্সী একাদশ ৩-১ গোলে কলাপাড়া উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সুবিদখালী সরকারি রহমাম ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মো. জুয়েল। সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন নান্নু।
অতিথিরা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন এবং মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম, সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন ফুটবলার রুবেল হোসেন সোনা।
আয়োজন করেন সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. তাওহীদ ইসলাম। বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ আয়োজন করা হয়। তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ও ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তার অবদান স্মরণীয়।