চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও পানি বৃদ্ধি

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও পানি বৃদ্ধি
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও পানি বৃদ্ধি

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টার পূর্ব পর্যন্ত) এক লাফে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ২০ দশমিক ৪৪ মিটার। যা আগের দিনের চেয়ে ১৯ সেন্টিমিটার বেশি। তবে এটি এখনো বিপৎসীমার ১ দশমিক ৬১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত চার দিনে পদ্মা নদীতে পানি বেড়েছে মোট ৪৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ প্রবণতা অব্যাহত রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন বলেন, আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা অববাহিকায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পদ্মা নদীর পানি আরও বাড়বে। তবে তা বিপৎসীমা অতিক্রম করবে না বলে আশা করা যাচ্ছে।

এর আগে মধ্য আগস্টে পদ্মা নদীর পানি বেড়ে সতর্কসীমা অতিক্রম করে। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ফলে এসব নিয়ে অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের মানুষ কিছুটা আতঙ্কে রয়েছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:০৮:১৭ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ