
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার কাকরাইলে হামলার প্রতিবাদে বাবুগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামপট্টি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে অন্তত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল- যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা, নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই।
বিক্ষোভে বক্তব্য দেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সাবেক যুগ্ম সদস্য সচিব মো. জুয়েল আকন, বর্তমান যুগ্ম সদস্য সচিব মো. মিজানুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্র অধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সভাপতি আরিফিন ইসলাম নাদিমও বক্তব্য রাখেন। বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে বৈষম্যবিরোধী সব শিক্ষার্থীর ওপর হামলা।
অবরোধ কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।