চাঁপাইনবাবগঞ্জে বিনা-১৯ ও ২১ ধানের মাঠ দিবস

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে বিনা-১৯ ও ২১ ধানের মাঠ দিবস
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে বিনা-১৯ ও ২১ ধানের মাঠ দিবস

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে খরা সহিষ্ণু ও স্বল্পমেয়াদী ধানের জাত বিনা-১৯ এবং বিনা-২১ এর চাষাবাদ ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর পোড়াগ্রাম ও দেবিনগর ইউনিয়নের নতুনগ্রামে পৃথক দুটি মাঠ দিবসের আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানে কৃষি ও বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বিনা-১৯ ও বিনা-২১ ধান উপযোগী। বিভিন্ন মাঠে চাষ করে ৯৫ থেকে ১০৫ দিনের মধ্যেই ভালো ফলন মিলেছে। কৃষকদের মাঝে শিগগিরই এ জাতের বীজ সরবরাহ করা হবে বলেও তারা আশ্বাস দেন।

 

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৭ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ