
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
এক বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই থেকে দলটি গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই সময় রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে একাধিকবার হামলার মুখে পড়েন এবং গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। তবুও তিনি রাজপথে নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে সক্রিয় ছিলেন।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ চার দশক তৃণমূল নেতাকর্মীদের পাশে আছি ও থাকব। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব ধরে রেখেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল-১ আসনের ত্যাগী, নির্যাতিত ও কারাবরণকারী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে তিনি প্রাণঢালা শুভেচ্ছা জানান।